শিক্ষামন্ত্রীর কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে

………. মো. রোকনুজ্জামান রোকন



স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধন হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, দৈনিক অনুপমার সম্পাদক ও প্রকাশক, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
তিনি তার বক্তব্যে বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারন এই বিদ্যালয়ে একদিন আমি ছাত্র ছিলাম, আর আজকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। তিনি বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনি এমপি চাঁদপুরের গর্ব। তার মাধ্যমেই বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। এছাড়া তার কারণেই চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকলে ডা. দীপু মনি এমপি’র দীঘায়ূ ও তার অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজের জন্য দোয়া করবেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খোরশেদ আলম। শিক্ষক মধুসূদন চক্রবর্তীর পরিচালনায় বিদ্যালয়ের দাতা সদস্য ও ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দীন পাটওয়ারী, শিক্ষানুরাগী সদস্য মো. নূর আলম খান, অভিভাবক সদস্য মনুজান বেগম, দাতা সদস্য আবদুস সামাদ পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য পাঠান শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান খান স্বপন, মুসলিম খান ও দেলোয়ার হোসেন মিজি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ পাটওয়ারী, শিক্ষক মো. আবুল বাশার, শামীমা আখতার, সেলিনা আফরোজ, সেলিম গাজী, ফারুক হোসেন, জাকির হোসেন, শামীমা মিতা, সরোয়ার সাজ্জাদ, আবু জাফর সিদ্দিক, মো. দিদার হোসেন, মোহাম্মদ মহসীন, ফয়জুন্নেছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. জালাল উদ্দীন। শপথ বাক্য পাঠ করান লামিয়া আক্তার। জাতীয় সংগীত পরিবেশন করেন মায়া আক্তার, বীনা আক্তার, ইকরাম হোসেন পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষার্থীরা। বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।