করোনাকালে তাঁর কার্যক্রমকে চাঁদপুরবাসী আজীবন মনে রাখবে
স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের বিদায়ী সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, জেলা বিএমএ’র সভাপতি ডা. সৈয়দ নূরুল হুদা, ডা. ফরিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, সাংবাদিক একে আজাদ প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, ডা. সাখাওয়াত উল্লাহ চাঁদপুরে সিভিল সার্জন হিসেবে যোগদান করার কিছুদিন পরই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। এটা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার মতো নতুন এক গুপ্ত ঘাতক রোগ দেখা দেয়। পৃথিবীজুড়ে এই রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঁদপুর জেলায় করোনা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটা সময় সারাদেশের মধ্যে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলায় গিয়ে পৌঁছে চাঁদপুরের পরিস্থিতি। এমন ভয়াবহ অবস্থায় চাঁদপুর জেলায় করোনাকে যেভাবে মোকাবেলা করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, তা চাঁদপুর জেলাবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে তাঁকে স্মরণ রাখবেন। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার সাথে সমন্বয় করে জেলার স্বাস্থ্যসেবাকে মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছেন। এজন্যে তাঁর প্রতি আমরা অসম্ভব রকমের কৃতজ্ঞ।
বিদায়ী সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, আমি যাই কিছু করেছি, আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং তাঁর বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুর সার্বক্ষণিক মনিটরিং, সব ধরনের সহযোগিতা থাকায়। এজন্যে আমি বিশেষভাবে তাঁদের দু’জনের কাছে কৃতজ্ঞ। একই সাথে চাঁদপুরের প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সবাই সহযোগিতা করেছেন। তাই তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। সবশেষে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তাঁকে উপহার প্রদান করা হয়।
১৪ অক্টোবর, ২০২১।