শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও জেলা আ.লীগের ইফতার মাহফিল


জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীপ্ত পায়ে দেশ এগিয়ে যাচ্ছে
…………………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর ক্লাবের দোয়া ইফতার মাহফিলে আগত সব অতিথি ও নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। এদেশ এখন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে এগিয়ে চলছে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবো। আর এজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশকে যিনি সফলভাবে নেতৃত্ব দিয়ে দ্রুতগতিতে এবং স্বপ্নপূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনাকে যেন হায়াত দান করেন। তিনি যেন বাংলাদেশকে বিশ্বের উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর-২ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হামজালা, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, বিল্লাল আখন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক আমিনুর রহমান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আনোয়ার হোসেন জীবন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিয়াজীসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা সম্পাদক পরিষদের সভাপতি আব্দুর রহমান, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, টেরিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসসহ প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম।