স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে নৌ-পথে চাঁদপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বেলা ১১টায় ডা. দীপু মনি হাইমচর বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর দেড়টায় হাইমচর গন্ডামারার আবু বকর এর বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ। বিকেল ৫টায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। রাত ৮টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
আগামিকাল শনিবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

