স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উন্মুক্ত স্থানে শিল্পের শহর চাঁদপুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল রোববার বিকেল ৪টায় পর্যটন এলাকা চাঁদপুর ত্রিনদীর মোহনা বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠানে অনিতা নন্দী ও মৃনাল সরকারের সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন অনিতা নন্দী, মৃনাল সরকার, দৃষ্টি প্রতিবন্ধী সীমান্ত ও প্রান্ত এবং সুমা দত্ত ও ফাতেমাতুজ জান্নাতের যৌথ নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে আরিফ, নীহা, কুহু, জেরিন, আভা, অহনা, মীম, ফাইজা, ¯েœহা, তানজিলা, ফারহা, আরিয়ানা, মুশাররাত ও নবশ্রী।
এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারী, কবি ও ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়য়া, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম.আর ইসলাম বাবু, সাংবাদিক মানিক দাস, শেখ আল মামুন, শাওন পাটওয়ারী, এস এম সোহেলসহ পর্যটন এলাকায় ভ্রমণ পিপাসু কয়েক শতাধিক ব্যক্তিবর্গ।