সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী

এস এম সোহেল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুরে বাড়ছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনেই মূলত তদারকি বৃদ্ধি করছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে যাতে মহল বিশেষ কোন প্রকার নাশকতা কিংবা বিভ্রান্তি ছড়াতে না পারে, এজন্য এমন তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচনের দিনক্ষণ যত কাছাকাছি আসছে ততই সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়-ঝাপ বৃদ্ধি পাচ্ছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি’র নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কারা- তা এখনো উভয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের কাছে পরিস্কার না হওয়ায় নির্বাচনী উত্তাপ এখনো তেমন দৃশ্যমান হয়ে উঠেনি।
অপরদিকে নির্বাচন কমিশনের নির্দেশিত শেষ দিন গত রোববারের মধ্যে শহরের অভ্যন্তরে বিশেষ করে পৌরসভায় থাকা সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে। পৌরসভা ও প্রশাসনের উদ্যেগেই মূলত এসব নির্বাচনী প্রচার-প্রচারণার বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে। ফলে শহরের অভ্যন্তরীণ পরিবেশে ফিরছে সৌন্দর্য্য। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তিও বিরাজ করছে।
তবে সাধারণ মানুষ বলছে, সম্ভাব্য নির্বাচনকে ঘিরে ফের ঐক্যফ্রন্ট ও মহাজোটের উদ্যোগে এসব বিলবোর্ড ও ব্যানার সাঁটানো হলেও যেন নির্বাচন শেষে আবার নির্বাচন কমিশনের নির্দেশে ঐসব অপসারণ করা হয়। তাহলেই শহরের সৌন্দর্য্য অব্যাহত থাকবে বলে তারা অভিমত দিয়েছেন।
এদিকে নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে। শহর কিংবা গ্রামেও সহিংসতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার হবে বলে জানা গেছে। নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী যুক্ত হলে ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে।
অপরদিকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে অভিযোগ করা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন। এজন্য তাকে সাময়িক অপসারণের দাবি করলেও নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ করেছে বিএনপি।
তবে নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনে সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ভোটাররা দাবি করছে। বিশেষ করে ৫টি আসনেই আওয়ামী লীগের দশম জাতীয় সংসদের সদস্যরা ফের প্রার্থী হিসেবে তাদের রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন।
এমন পরিস্থিতিতে চাঁদপুরের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সমসাময়িক তৎপরতা অব্যাহতসহ বৃদ্ধির দাবি ভোটারদের। যদিও বরাবরই চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের বিভিন্ন জেলার তুলনায় শান্তিপ্রিয় তারপরও নির্বাচনকে সামনে রেখে মহল বিশেষের নাশকতা বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।
আর এ কারণেই ভোটাররা দাবি করছে, চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্যরে পরিবেশ যাতে বহাল থাকে সেদিকেই যেন নজর থাকে ইসি ও আইন-শৃঙ্খলা বাহিনীর। তাহলেই সাধারণ ভোটারদের উদ্বেগ-উৎকণ্ঠা কেটে যাবে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।