সরকারের উদ্যোগের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমেছে

চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে মেয়র নাছির

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কালীবাড়ী শপথ চত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের উদ্যোগের কারণে দেশে এখন শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে এসেছে।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আজকের এ শিশুরাই আগামির ভবিষ্যৎ। তারাই দেশের নেতৃত্ব দেবে। এ কারণে তাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এদের মাধ্যমেই সমৃদ্ধ দেশ গঠন হবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন অন্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা আমাদের সংবিধানের দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য সেবা অন্যতম। শিশুদের টিকা খাওয়ানো অবস্থানের দিক থেকে আমরা উপ-মহাদেশের দেশগুলো থেকে অনেক অগ্রগামী। আমাদের দেশে প্রায় শতভাগ টিকার আওতায় চলে এসেছে। একটি সুস্থ জাতি গঠনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম মাহাবুবুর রহমান, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ অন্যান্যরা।
বক্তব্য শেষে পৌর মেয়র, সিভিল সার্জনসহ অন্যান্যরা শিশুদের টিকা খাওয়ান।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ২টি পৌরসভার (৬-১১) মাস বয়সী ৩৫,৯৯৬ জন এবং (১২-৫৯) মাস বয়সী ২৮৫২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। চাঁদপুর পৌরসভায় ভ্রাম্যমাণ ৩টিসহ মোট ৯২ ক্যাম্প ছিলো। এসব ক্যাম্পে ১৮৪ জন ভলান্টিয়ার কাজ করেছেন।