স্টাফ রিপোর্টার
দেশের স্যাটেলাইটভিত্তিক ২৪ ঘণ্টা নিউজ চ্যানেল ডিবিসি নিউজ-এর চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিবেদক তালহা জুবায়ের এমআরডিআই’র আয়োজেন চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক প্রশিক্ষণ ‘নির্বাচনে নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে দুই দিনব্যাপী পশিক্ষণ সম্পন্ন করেছেন। গত রোববার থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলের পারিজাত হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং শক্তি’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী। ‘বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ক্ষমতা ও করণীয়’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা মুহম্মদ হাসানুজ্জামান, ‘নির্বাচনকালীন সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং ‘নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি পর্যালোচনা’ বিষয়ে আলোচনা করেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ‘সংবাদের উৎস হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ঝুঁকি’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুর, ‘নির্বাচনী ফলাফল সংগ্রহ ও প্রচার’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী এবং ‘কেমন হবে নির্বাচনী দিনের প্রতিবেদ’ অভিজ্ঞতা বিনিময় করেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণে সঞ্চালনা করেন এটিএন বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন।