সাচার স্কুলে অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত

কচুয়া ব্যুরো
কচুয়া সাচার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে তুমুল হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২ হাজার ৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে ২শ’ ১৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। সকাল ৯টা থেকে ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে পুরুষ অভিভাবক পদে ৪টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ১২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পরে রাত ১০টার দিকে ভোট গণনা শেষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিডাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক ফলাফল ঘোষণা করেন।
অন্যদিকে বিদ্যালয়ের দাতা সদস্য পদে এবারো সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিন্নত আলী তালুকদার মিনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র ধর, মো. শাহআলম পাটওয়ারী ও জান্নাতুল ফেরদৌসী নির্বাচিত হয়েছেন।
তন্মধ্যে পুরুষ অভিভাবক সদস্য পদে মো. আব্দুল খালেক ৬৪৫ ভোট পেয়ে ১ম, মো. মোস্তফা কামাল মাস্টার ৫৫২ ভোট পেয়ে ২য়, মো. কামাল হোসেন সরকার ৫৩৮ ভোট পেয়ে ৩য় ও মো. জাহাঙ্গীর দেওয়ান ৪৫৬ ভোট পেয়ে ৪র্থ স্থান হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্যপদে সর্বোচ্চ ৭শ’ ৮৬ ভোট পেয়ে হাসিনা আক্তার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়ানুর আক্তার বকুল পেয়েছেন ৫শ’ ৬০ ভোট।
নির্বাচন পরিদর্শন করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া, সাচার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান প্রমুখ। নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসুসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।