সাপ্তাহিক শপথের কার্যালয় স্থানান্তর ও দোয়া অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে সাপ্তাহিক শপথ পত্রিকার কার্যালয় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে অস্থায়ী নতুন কার্যালয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শপথের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পত্রিকাটি গত প্রায় একবছর আপোষহীন সংবাদ পরিবেশন করে আসছে। সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে। আমরা আশা করি যে কোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার থেকে সংশ্লিষ্ট সবাই কাজ করবে।
তিনি আরো বলেন, শপথ তার সত্য বলার প্রত্যয়ে সর্বদা ধরে রাখবে এটাই প্রত্যাশা। অন্যায়ের শক্তি যতই শক্তিশালী হোক শপথ তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। শপথ যেভাবে মানুষের পাশে আছে, সর্বদা এভাবেই পাশে থাকবে বলে আমি আশা করি। শপথ পরিবারের সবাইকে এই কঠিন পথ চলায় সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম এ লতিফ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফারুক খান, স্থানীয় গণ্যমান্য কবির হোসেন, গোলাম সরোয়ার, পত্রিকার রিপোর্টার ইকবাল পাটওয়ারী স্বপন, বিল্লাল ঢালী, নজরুল ইসলাম আতিক ও কম্পিউটার অপারেটর বিশাল দাস। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মমতাজ উদ্দীন (র.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার খতিব মাও. মোহাম্মদ মাসুদ আলম।
২২ জুলাই, ২০২০।