সার্বিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাঁদপুর জেলা শাখার একুশের শ্রদ্ধাঞ্জলি


স্টাফ রিপোর্টার
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে সার্বিক-আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষে থেকে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি তারা শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সার্বিক-আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. মাইনুল ইসলাম মমিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তবিবুর রহমান রিংকু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন তপাদার ভুট্টু, সহকারী ক্রীড়া সম্পাদক আফিস আলী, থানা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলে।
এছাড়া সংগঠনটি একুশের প্রভাত ফেরিতে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বাবুরহাট আঞ্চলিক শহীদ মিনারে সংগঠনের সব সদস্যকে সাথে নিয়ে সভাপতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
উল্লেখ্য, আলহাজ মাইনুল ইসলাম মমিন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত রয়েছেন। তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেন।