সিভিল সার্জনের কাছে সুজিত রায় নন্দীর পিপিইসহ করোনারোধক সামগ্রী হস্তান্তর

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ত্রাণ ও করোনারোধক সার্জিক্যাল সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার তার পক্ষে চাঁদপুরের সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য করোনারোধক সামগ্রী- সার্জিক্যাল পিপিই, মাস্ক ও চশমা বিতরণ করা হয়।
এসব সামগ্রী ঐদিন সকাল ১১টার সময় সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আতিকুর রহমান সুমন। এসময় চাঁদপুর বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুমসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সুজিত রায় নন্দী এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক এ সমস্যা বাংলাদেশেও সংকট সৃষ্টি করেছে। এ সংকট উত্তরণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর অক্লান্ত পরিশ্রম, মেধা, দক্ষতা ও অদম্য নেতৃত্বের মাধ্যমে সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন। আওয়ামী লীগের সভাপতি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিনিয়ত উজ্জীবিত করছেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ সংকট উত্তরণে মানুষের পাশে থাকতে হবে। আমরা এ সংকট মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দেশে কোন খাদ্য ঘাটতি হবে না। সবাইকে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। কর্মহীন অসহায় মানুষের পাশে শেখ হাসিনার সরকার রয়েছে। এ দুঃসময়ে আমাদের ধৈর্য ও সাহস রাখতে হবে। সরকার ছুটি বাড়িয়েছে। এখন নিরাপদ ও জীবন রক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানান সুজিত রায় নন্দী।
উল্লেখ্য, জেলা সদর ছাড়াও হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জের সবক’টা হাসপাতালে পিপিই পাঠানো হয়।