সোনার বাংলা গঠনে শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে হবে : মোহাম্মদ শওকত ওসমান

গণপ্রকৌশল দিবস ও আইডইবির প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার
‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবছর চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি বের হয়। গতকাল সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সোনার বাংলা গঠনে শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লব ঘঠাতে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা সবার উপরে। শিল্প বিপ্লবের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। তাই এখন থেকে ৪র্থ শিল্প বিপ্লবের সৈনিক হিসেবে তোমাদের তৈরি হতে হবে। জেলায় ২টি ইকোনমিক জোন ও ১টি হাইটেক পার্ক হবে। সেখানে তোমাদের কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন, পুরো জেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ অর্থ বছরে আরো ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কস্পিউটার ল্যাব স্থাপনের কাজ চলছে। টেকনিক্যাল স্কুলে কম্পিউটার ল্যাব নেই, এটা জানা ছিলো না। খুবই শিঘ্রই জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ল্যাব স্থাপন করা হবে। পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে বিশুদ্ধ পানির অভাব। এ ব্যাপারে পৌর মেয়রের সাথে আলোচনা করে ব্যবস্থাগ্রহণ করা হবে।
আইডিইবির জেলা নির্বাহী কমিটির সভাপতি তমাল কুমার ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন আখন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী লুৎফুর রহমান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিরাজুল ইসলাম, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলী, কেন্দ্রিয় আইডিইবির সহ-সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।
সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর উপজেলা অফিস থেকে বের হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।