সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদসমূহের অংশগ্রহণে উপজেলা পর্যায় ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈনুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের যেসব পলিসি গ্রহণ করা হয় তা আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। জবাবদিহিতার মাধ্যমে কাজের স্বচ্ছতা পাওয়া যায়। কাজ করেও আনন্দ পাওয়া যায়। সরকারের ঘোষণা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিসীম। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ আরো উন্নত হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাকের সভাপতিত্বে ও ইএএলজি প্রকল্পের জেলা কো-অডিনেটর মো. মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিএসপির জেলা সমন্বয়ক মো. হারুনুর রশিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ ৬টি উপজেলার ১৫জন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সচিব এবং নারী ও পুরুষ সদস্যবৃন্দ।

