
প্রেস বিজ্ঞপ্তি
স্বপ্নছায়া সামাজিক সংগঠন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। গত সোমবার সন্ধ্যায় বড়স্টেশন স্বপ্নছায়া সামজিক সংগঠনের কার্যালয়ে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো. ইকবাল হোসেন বেপারীকে আহ্বায়ক, পৌর ছাত্রলীগের সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পিও মোহাম্মদ সোহেল রানাকে যুগ্ম-আহ্বায়ক এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে যুগ্ম-আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর পৌর ছাত্রলীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত সোমবার নতুন কমিটি গঠনকল্পে সভা শেষে নবগঠিত কমিটির আহ্বায়ক মো. ইকবাল হোসেন বেপারী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা ও জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।
