জলাতঙ্ক প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা

হাইমচর ব্যুরো
২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সারা দেশের মতো হাইমচরেও ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম শুরু করা হচ্ছে। সে উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় জলাতঙ্ক প্রতিরোধে আগামি ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত হাইমচরের ৬টি ইউনিয়নে সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। হাইমচর উপজেলায় ২০টি টিম ভ্যাকসিন প্রদানে কাজ করবে। প্রতিটি টিমেই ঢাকা থেকে আগত কুকুর ধরা বিশেষজ্ঞসহ একজন করে ভ্যাকসিনেটর থাকবে। যে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হবে তার গায়ে লাল রঙয়ের বড় দাগ টেনে দেয়া হবে। কুকুর বা কোন প্রাণি কামড় কিংবা আচড় দিলে সাথে সাথে বাংলা সাবান (ক্ষার যুক্ত) পানি দিয়ে ১৫ মিনিট ধুতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক বেনজির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার জুলেখা সারমিন, ভ্যাটেনারি সার্জন ডা. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, এমডিভি সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিন, মো. হাসান তাসাউপ প্রমুখ।