হাইমচরে আতিক পাটওয়ারীর আনন্দ শোভাযাত্রা

সাহেদ হোসেন দিপু
আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী নৌকা প্রতিকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসাধারণের অংশগ্রহণে হাইমচরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অর্ধ সহস্রাধিক মোটরসাইকেল ও ৩ সহস্রাধিক জনসাধারণের উপস্থিতিতে জমকালো আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মেঠোপথে আতিকুর রহমান পাটওয়ারীর সমর্থনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের জনসাধারণের একাংশ।
আনন্দ শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী বলেন, ইতোপূর্বে আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্যবিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। করোনাকালীন সময়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা বিতরণসহ চিকিৎসা সেবা দিয়েছি।
তিনি বলেন, এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছেন, যারা এ ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমি তাদের সাথে নিয়ে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করবো। আমি আশাবাদী এ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।

০৯ ডিসেম্বর, ২০২১।