
হাইমচর ব্যুরে্য
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোতালেব জমাদার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভা করেছেন।
গতকাল রোববার বিকেল ৩টায় হাইমচর উপজেলা রোড আলগীবাজার মোতালেব প্লাজায় মতবিনিময় সভায় তিনি বলেন, হাইমচরের জনগণ আমাকে ভোট দিয়েছেন। আমি জনগণের প্রতি কৃতজ্ঞ। আমি জনগণের সাথে মৃত্যু পর্যন্ত থাকবো। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। নির্বাচনের ফলাফল আমি মেনে নিয়েছি।
নির্বাচনের সময় তার উপর এবং তার ছেলে ও কর্মী-সমর্থকদের উপর হামলা ও মামলার বিবরণ দিয়ে তিনি আরো বলেন, আমি এর বিচার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দিলাম। আশা করি তিনিও সন্ত্রাস-দুর্নীতি, জুলুম নির্যাতন পছন্দ করেন না। আমার উপর জুলুম নির্যাতনের তিনি বিচার করবেন। ৪৬ বছর আওয়ামী লীগের রাজনৈতিক করেছি। আমি নৌকা মার্কার কর্মী। আমি আওয়ামী লীগের রাজনীতিক সাথেই থাকবো।
মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ফখর উদ্দিন আলী আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও আনারস মার্কার নির্বাচন পরিচালন কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন বেপারী, ইউপি সদস্য আলমগীর হোসেন তসিলদার, জাতীয় পার্টির নেতা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, ইউনিয়ন নেতা সোহরাব হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন (ইবু) মিজি, মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম ভোলা মাঝি, সদস্য আ. খালক আখন, মফিজ আখন, ইউসুফ তালুকদারসহ নেতৃবৃন্দ।