হাইমচরে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

ওয়ালফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার জনপ্রিয় সংগঠন হাইমচর ওয়ালফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হাইমচরের কৃত শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ালফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি শাহাদাৎ মিয়াজীর সভা প্রদানে এবং সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক বলেন, গুণীজনকে সম্মান করলে নিজের সম্মান বাড়বে এবং দেশে আরো গুণীজন সৃষ্টি হবে। যুগে-যুগে কালে-কালে অনেক গুণীজনই নিঃশর্তভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। তাদের যথাযথ সম্মান জানালে বা দেখালে দেশ ও জাতির কল্যাণে অনেক গুণীজনরা এগিয়ে আসবে।
তিনি এসময় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, দেশ ও জাতির সেবায় তোমরা অবদান রাখবে। আজ তোমাদের প্রাপ্ত পুরস্কার তোমাদের উৎসাহিত করবে। এসময় তিনি মহতি অনুষ্ঠানের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ জয়দল হোসেন আখন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির সনদ, ক্রেস্টসহ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ১৮জন শিক্ষককে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দুর্গম চরাঞ্চলের ২১টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষকের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়। আয়োজক কমিটির সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা প্রবাসী শাহাদাৎ মিয়াজী।