সাহেদ হোসেন দিপু
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হাইমচর উপজেলা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল নেতা-কর্মীরা ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে বেড়িবাঁধ মোড়ে অবস্থান নেয়। পরে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝির নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল নিয়ে উপজেলা সদর আলগীবাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মাঠে মিলিত হয়। পরে উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
র্যালি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনর রশীদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতি, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজির আহাম্মেদ দেওয়ান, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বোরহান উদ্দিন জুটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী, মো. সোলাইমান মিয়া, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসিন মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
০২ জানুয়ারি, ২০২৫।