সাহেদ হোসেন দিপু
হাইমচর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সজীব মিজি (২৪) জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। গতকাল বুধবার বাদ আছর কাটাখালি স্কুল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় তার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী।
জানাযায় ইমামতি করেন কাটাখালি জামে মসজিদের সাবেক খতিব মাও. মো. খাজা আহমেদ। জানাযায় স্থানীয় মুসল্লি, এলাকাবাসী তার বন্ধু ও রাজনৈতিক সহকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, ছাত্রদল নেতা মো. সজিব মিজি গত শনিবার হাইমচর থেকে চাঁদপুর যাওয়ার পথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চাঁদপুর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে সজিব মিজি মা-বাবা, ভাই ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

