হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

জাটকা রক্ষায় মার্চে ১৮০ জেলের কারাদণ্ড ও ২৫০ জনের বিরুদ্ধে মামলা….জেলা প্রশাসক কামরুল হাসান

হাইমচর ব্যুরো
চাঁদপুরে জাটকা রক্ষায় গত মার্চ মাসে ১৮০ জনকে জেল ও ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। ‘করুন জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অক্টোবর মাস ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ঐ মাসে সর্বাধিক বাচ্চা বের হয়। বাচ্চাগুলো এসময় নদীতে থাকতে আসে। একটু বড় হলেই সাগরে চলে যাবে। আবার একটু বড় হলে ডিম ছাড়ার জন্য নদীতে চলে আসে। লোনা পানি ও মিঠা পানি নিয়েই হচ্ছে ইলিশ মাছের জীবন। ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য নদীতে চলে আসে। ইলিশ মাছের ডিম থেকে ইলিশের সব পোনা বিভিন্ন কারণে বড় হতে পারে না। তাদের বড় হওয়ার সুযোগ দেয়া হয় না। যাতে ইলিশের পোনাগুলো বড় হতে পারে এজন্য আপনাদের মানাতে আমরা এখানে চলে এসেছি। এ মাছগুলো আমরা কেউ ধরবো না। আপনারা যারা জেলে আছেন তারাই ধরবেন। সরকার লাখ-লাখ টাকা খরচ করে নদীতে অভিযান চালিয়ে আপনাদের বুঝানোর চেষ্টা চালাচ্ছে। কত শত কোটি টাকার তেল খরচ হচ্ছে মাছগুলোকে রক্ষা করার জন্য। আমাদের এ বছর গত ১ মাসে মোবাইল কোর্ট করে ১৮০ জনকে সরাসরি জেল দেয়া হয়েছে। ২৫০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সউদ আল নাছের, পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তাসহ ইউনিয়নের জনপ্রতিনিধি ও জেলেরা।

০২ এপ্রিল, ২০২৩।