হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টায় হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ লিখিত বক্তব্যে বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। মৎস্য সম্পদ রপ্তানি করে বিদেশী মুদ্রা অর্জন করে আসছে। তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল, মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক মো. শরিফ হোসেন, সদস্য মাসুদ আলম রিয়াদ, সাংবাদিক শাহআলম মিজি, রুবেল হোসেন প্রমুখ।

১৮ জুলাই, ২০১৯।