হাইমচরে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন


পল্লী অঞ্চলে ডাচ-বাংলা ব্যাংক ডিজিটাল সেবা প্রদানের মাধ্যম
………..নূর হোসেন পাটওয়ারী

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা সদর আলগী বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খাঁন মার্কেটে ডাচ-বাংলা ব্যাংক শাখা অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে আলগী বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, ডাচ-বাংলা ব্যাংক জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার একটি চমৎকার উদ্যোগ। পল্লী অঞ্চলে ডাচ-বাংলা ব্যাংক একটি ডিজিটাল সেবা প্রদানের মাধ্যম। এ ব্যাংকের মাধ্যমে পল্লী অঞ্চলের জনগণ ডাচ-বাংলা ব্যাংকের সব প্রকার সুবিধা পাবে। হাইমচরের আলগী বাজারে এ এজেন্ট ব্যাংকিং আসায় হাইমচরবাসীর পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাই। আমরা প্রত্যাশা করছি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে হাইমচরের মানুষ সর্বোচ্চ সেবা পাবে।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের কুমিল্লা এজেন্ট ব্যাংকিং শাখা রিজিওনাল ম্যানেজার মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর ডাচ-বাংলা ব্যাংক ম্যানেজার আব্দুর নাসের, এরিয়া ম্যানেজার শাখাওয়াত হোসেন, ডাচ-বাংলা ব্যাংক আলগী বাজার শাখার উদ্যোক্তা মাসুদুর রহমান, হাওলাদার বাজার ব্যাংক শাখার মাস্টার এজেন্ট মো. মুসলিম।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলগী বাজার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. জিল্লুর রহমান ফারুকী। এসময় বাজার ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২১ আগস্ট, ২০১৯।