হাইমচর ব্যুরো :
হাইমচর উপজেলার ১৪টি মাধ্যমিক ও ২টি প্রাথমিক (৮ম) বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় ১৬৫৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত রয়েছে ৩৬ জন। জেডিসি পরীক্ষায় হাইমচর উপজেলার ১০টি মাদ্রাসা হতে ৫৬০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ২২ জন।
অন্যান্য বছরের মতো এবারো নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। জেএসসি বাংলা প্রথম পত্র ও জেডিসি কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় কেন্দ্রে কোন অভিভাবক ও বহিরাগতদের উপস্থিতি বা আনাগোনা দেখা যায়নি।

