হাইমচরে নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু

সাহেদ হোসেন দিপু
হাইমচরে ইউপি নির্বাচনে সহিংসতায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজান গাজী (৫৫) আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত শাহাদাত গাজীর ছেলে। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় হাইমচরে ২ জনের মৃত্যু হয়।
জানা যায়, গত ৫ জানুয়ারি আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড নির্বাচনি কেন্দ্র জামিলায়ে মহিলা দাখিল মাদরাসায় ফুটবল ও মোরগ মার্কার দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। ঐ সময় মিজান গাজী গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় লোকজন তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত মিজান গাজির অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে ৫ জানুয়ারি নীলকমল ইউনিয়নের শাহেবগঞ্জ ৬নং ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের ইরফান বেপারীর ছেলে মীর হোসেন নিহত হন।
আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড নবনির্বাচিত ইউপি সদস্য মিন্টু কবিরাজ জানান, মিজান গাজী একজন ঢাকার ব্যবসায়ী। তিনি ভোট দেয়ার জন্য দেশে আসেন। নির্বাচনের দিন জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ফুটবল ও মোরগ মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঐ সংঘর্ষের সময় মিজান গাজীর তলপেটে ইট পড়ে গুরুতর আহত হন। আহত মিজান গাজী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান।

০৯ জানুয়ারি, ২০২২।