হাইমচরে নূর হোসেন পাটওয়ারীর পূজামন্ডপ পরিদর্শন


সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
গত রোববার রাত ৮টায় চরভাঙ্গা হাইস্কুল মাঠে দুর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপনাদের পাশে আছে। আপনাদের স্থায়ী মন্দির নির্মাণ ও স্থাপনে শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবো, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের এলাকার শিক্ষা-সংস্কৃতি, সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও উন্নয়নে যে কাজ করেছি তা বিবেচনায় এনে ডিসেম্বর মাসে আসন্ন উপজেলা নির্বাচনে আমাকে পুনরায় বিজয়ী করে আপনাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সুযোগ করে দিবেন। আমি বিগত দিনের মতো আপনাদের সেবা করার জন্য পাশে আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল আখন, শফিক পাটওয়ারীসহ নেতৃবৃন্দ।

০৮ অক্টোবর, ২০১৯।