হাইমচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সভা


হাইমচর ব্যুরো
জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় হাসপাতাল মোড় হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল মোড়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার অবৈধ সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দোষ হয়ে কারাগারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে পুতুল খেলার নির্বাচন দিয়ে সরকার দেশকে একদলীয় শাষণ কায়েম করে যাচ্ছে। সেদিন আর বেশি দূরে নয় দুর্বার আন্দোলনের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটনা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ আখন।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আ. রহমান কবিরাজ, বিল্লাল হোসেন আখন, প্রফেসর হারুনুর রশিদ, মিজানুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সাবেক চেয়ারম্যান হাজি ইয়াছিন রতন, দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, যুবদল সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, স্বেচ্ছাসেবক দল মতিঝিল থানার সভাপতি জুয়েল হোসেন, কৃষক দল সভাপতি সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, বিএনপির মহিলা দলের নেত্রী মাকসুদা বেগম, ফাতেমা, নুরজাহান, জাহানারা বেগম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিলাদ মাঝি, সবুজ মিজি, রায়হান মিজি, কলেজ শাখার সহ-সভাপতি আ. মালেক, প্রচার সম্পাদক আহসান হাবিবসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ।

০২ সেপ্টেম্বর, ২০১৯।