হাইমচরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত


ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা বিএনপির বর্ধিত সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিন-তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলার দোয়াই দিয়ে আটকে রেখে গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে সরকার দেশনেত্রীকে মুক্তি দিতে বাধ্য হবে। তাই পদ-পদবির দিকে না তাকিয়ে, সব ভেদাভেদ ভুলে গিয়ে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রতিটা সেক্টরেই ব্যাপক দুর্নীতি হচ্ছে। আজ সরকারের অনেক নেতারাই দুর্নীতি করে অর্থবিত্তের মালিক হয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে বিএনপি ঘোষিত সব আন্দোলন সংগ্রামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল সোমবার উপজেলা সদর আদর্শ শিশু নিকেতন হাইস্কুল এর সভাকক্ষে সকাল ১০টা হতে শুরু হওয়া বর্ধিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় বিএনপি নেতা নাজমুল হোসেনের পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিমউল্লাহ সেলিম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. শফিকুজ্জামান, হাজি ইমাম হোসেন, সাংগঠনিক টিম সদস্য জেলা জিয়া পরিষদ সভাপতি আব্দুল্লাহ আল বাকি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আ. জলিল, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আ. রহমান কবিরাজ, প্রফেসর হারুনুর রশিদ, মিজানুর রহমান শেখ, বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আ. খালেক খান, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সম্পাদক মাহবুব আলম জিকু, হাইমচর ইউনিয়ন বিএনপির সম্পাদক জামাল বাদল, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মোল্লা, সম্পাদক ওহেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দক্ষিন ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হোসেন, উত্তর আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন মাষ্টার, গাজিপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক লেয়াকত হোসেন, যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সম্পাদক জহির মাঝি, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির মিয়াজি, ছাত্রদল সভাপতি সলেমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন আখন, ওলামা দল সভাপতি ইমাম হোসেন।

০৮ অক্টোবর, ২০১৯।