হাইমচরে বেপরোয়া মোটর সাইকেল কেড়ে নিলো বৃদ্ধের জীবন


সাহেদ হোসেন দিপু
হাইমচরে বেপরোয়া মোটর সাইকেল কেড়ে নিল ৬০ বছরের বৃদ্ধের প্রাণ। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় জনতা বাজারের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার গন্ডামারা এলাকার মৃত নুরুল হকের ছেলে বাকপ্রতীবন্ধী শহীদুল্লাহ মজুমদার। স্থানীয় লোকজন ঘাতককে আটক করতে না পারলেও মোটর সাইকেলটি আটক করতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, বাকপ্রতিবন্ধী শহীদুল্লাহ মজুমদার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তার গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। তাৎক্ষণিক শহীদুল্লাহ রাস্তায় লুটিয়ে পড়লে মোটর সাইকেল আরোহীরা তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাথে-সাথেই মোটর সাইকেল আরোহী যুবকরা পালিয়ে যায়। স্থানীয় জনতা বাজারের লোকজন গাড়িটি আটক করে রাখে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান বলেন, আমি খবর পেয়েছি। অভিযুক্তদের আটক এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশ পাঠিয়েছি।

০২ সেপ্টেম্বর, ২০১৯।