হাইমচরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর গুঞ্জন

 

পরিবারের নেই কোন অভিযোগ

সাহেদ হোসেন দিপু
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যু নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে ভুল চিকিৎসায় মৃত্যুর গুঞ্জন থাকলেও পরিবারের পক্ষ থেকে নেই কোন অভিযোগ। মৃত শিশুটি হাইমচর প্রেসক্লাবের সদস্য আমির হোসেন মানিকের একমাত্র ছেলে আব্দুল্লাহ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধায় জ্বর-ঠান্ডাজনিত সমস্যায় শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪ দিনে ৪টি ইনজেকশন দেয়ার জন্য প্রেসক্রিপশন দেন। কর্তব্যরত নার্স শিশুটিকে ৩টি ইনজেকশন দেয়ার পর গতকাল বুধবার ৪র্থ ইনজেকশন দেয়ার সাথে সাথে শিশুটি মৃত্যুবরণ করেন। শিশুটির চাচা হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোন অভিযোগ না দিয়ে শিশুটির লাশ বাড়িতে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ না থাকায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবি শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর সময় গলায় দুধ আটকে তাঁর মৃত্যু হতে পারে বলে তারা ধারণা করছেন।
পরিবারের লোকজন জানান, তিনটি ইজেকশন দেয়ার পর শিশুটি সুস্থ হয়ে উঠে। বুধবার সকালে তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। সুস্থ হওয়ার পর ৪র্থ ইনজেকশনটি দেয়ার পরপরই শিশুটি মৃত্যুবরণ করেন। পোস্টমর্টেম রিপোর্ট মামলা, হয়রানীর কারণে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। তবে পরিবারের লোকজন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন করা দরকার বলে দাবি করেন। তারা জানান, যে ইনজেকশনটি পুশ করতে সময় প্রয়োজন ১৫ মিনিট, সেই ইনজেকশন ২ মিনিটে পুশ করায় শিশুটি চোঁখের সামনে ছটপট করে মৃত্যুবরণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন জানান, শিশুটি নিউমোনিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এই রোগীদের সাধারণত যে ট্রিটমেন্ট দেয়া হয়, তাকেও সেই ট্রিটমেন্ট দেয়া হয়েছিল। যে নার্স শিশুটিকে ইনজেকশন পুশ করেছিলেন তিনি একজন পুরানো অভিজ্ঞ নার্স। অনেক সময় রোগীরা ওনাকে দিয়েই ইনজেকশন পুশ করান। আজ ইনজেকশনটি দেয়ার ২০ মিনিট পর শিশুটি মারা যায়। কেন কিভাবে কি কারণে মারা গেল তা জানতে হলে শিশুটিকে পোস্টমর্টেম করতে হতো। শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটিকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২১।