হাইমচরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


সাহেদ হোসেন দিপু
হাইমচরে কেভিএন হাইস্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টায় কেভিএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান পাটওয়ারী বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন ভাল রাখার পাশাপাশি নিজেকে একজন সুস্থ মানুষ হিসেবে ফুটিয়ে তুলতে পারে। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেভিএন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন। ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ শেষে চূড়ান্ত পর্বে সিনিয়র একাদশকে হারিয়ে জুনিয়র একাদশ ৩-১ গোলে জয়লাভ করে।

০৬ অক্টোবর, ২০১৯।