সাহেদ হোসেন দিপু
হাইমচরে মাদক মামলার আসামি জসিম বরকন্দাজকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ইয়াবা পাচারকালে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
রোববার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই মো. আবু হানিফ হাইমচর আলগী বাজারস্থ বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জসিম বরকান্দাজ (৩২) কে আটক করা হয়েছে। জসিম বরকন্দাজ উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের তাজু বরকন্দাজের ছেলে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হাইমচর থানার আরো ১টি মাদকদ্রব্য আইনের মামলা আদালতে বিচারাধীন আছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২৫ পিস ইয়াবাসহ জসিম বরকন্দাজকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যতদিন পর্যন্ত হাইমচর থেকে মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত হাইমচর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।