
স্টাফ রিপোর্টার :
হাইমচর উপজেলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর বিকেল ৪টায় হাইমচর আলগী বাজার সিনিয়র মাদরাসায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের উদ্যোগে এমপিও নীতিমালা পর্যালোচনা ও করণীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলগী বাজার সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা গাজী মো. মুজীবুর রহমানের সভাপ্রধানে চাঁদপুর সদর উপজেলা আহ্বায়ক মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আহ্বায়ক পীরজাদা মাওলানা মুহাম্মাদ মাহফুজ উল্যাহ খান ইউসূফী।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আলিয়া মাদরাসাগুলো সরকারি নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। অতএব আলিয়া মাদরাসার শিক্ষকদের স্বার্থ বিবেচনা করা সরকারের দায়িত্ব। তিনি সরকারকে একটি নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ পেশ করায় ধন্যবাদ জানিয়ে বলেন-নীতিমালায় শিক্ষকদের কিছু স্বার্থহানী ঘটানো হয়েছে, তাই অনতিবিলম্বে নীতিমালা বিষয়ে আমাদের ২ দফা দাবি বিবেচনা করার জন্য অনুরোধ করছি- নীতিমালা সংশোধন করে শিক্ষকদের শতভাগ স্বার্থ রক্ষা করতে হবে এবং নীতিমালার প্রস্তাবিত সংশোধনগুলোকে গ্রহণ করে শিক্ষার একটি শান্ত পরিবেশ তৈরি করা হোক।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মো. মোশাররফ হোসাইন, সদর উপজেলা সদস্য সচিব এজেএম মুজাম্মেল হক, হাইমচর উপজেলা আহ্বায়ক মাওলানা মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা আশরাফুল আলম মাসুম। এ সময় হাইমচর উপজেলার প্রতিটি মাদরাসার শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে শিক্ষক সমাজকে আলিয়া মাদরাসার ভাবমূর্তি উন্নয়ন ও সম্মান রক্ষার জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এজন্য শিক্ষকদের ২টি দায়িত্ব পালন করতে অনুরোধ জানান নেতৃবৃন্দ প্রথমতঃ নীতিমালা বিষয়ে আলোচনা ও গবেষণা। দ্বীতিয়তঃ বিএমটিসিএমের সদস্য হিসেবে নিজেদের ঘোষণা করা। এতে আলিয়া মাদরাসাসমূহের ভাবমূর্তি রক্ষা করে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ।