হাইমচর ব্যুরো
হাইমচরে মোবারক হোসেন রাব্বী (২০) গাজীকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাজন খান ও মহন খানকে আটক করায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন থানা পুলিশ। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় হাইমচর থানার অফিসার ইনচার্জের কক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, হাইমচর থানার চৌকস পুলিশ অফিসারের সহযোগিতায় অল্প সময়ে মোবারক হত্যা মামলার প্রধান ২ আসামিকে গ্রেফতার করায় পুলিশ মহলে প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, পুলিশকে জনগণ যেভাবে সহযোগিতা করছেন এভাবে সহযোগিতা অব্যাহত থাকলে কোন অপরাধী পালিয়ে থাকতে পারবে না। তাকে আইনের আওতায় আসতে হবেই। তিনি বলেন, আসামিদের অতিদ্রুতই বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে। আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটন হবে।
এসময় হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, মোবারকের মত হত্যা মামলা আসামিদের গ্রেফতার করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই পুলিশ, সাংবাদিক ও সাধারণ জনগণকে।
তিনি আরো বলেন, সোমবার রাত ৩টায় জয়পুরহাট জেলার পাচবিবি থানার নিকটবর্তী হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঐ এলাকা হতে আসামিদের আটক করা হয়। হত্যা মামলায় ৩নং আসামি সলেমান জামাদারকে গত রোববার আটক করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ৪ অভিযুক্তের মধ্যে প্রধান ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম শিকদার, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক ফেরদৌস রিয়াদ, সাংবাদিক খোকন কর্মকার, তালহা জুবায়ের, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, সদস্য মাসুদ আলম রিয়াদ, শাহআলম, রুবেল, সাংবাদিক জাহিদ ও সবুজ হোসেন।
২৩ মার্চ, ২০২১।