হাইমচরে শিক্ষামন্ত্রীর পক্ষে সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


সাহেদ হোসেন দিপু
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে হাইমচরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নয়ানী লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, যেসব শিক্ষার্থীদের অর্থের অভাবে ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় নেতাকর্মী এবং শিক্ষকদের সমন্বয়ে আমরা উপজেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবো। যাতে করে একটি ছেলে-মেয়েও সুশিক্ষা থেকে বঞ্চিত না হয়। সেদিকে শিক্ষকদেরই নজর রাখতে হবে। আমি আপনাদের সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে আছি থাকবো।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সারা বাংলাদেশ নিয়ে কাজ করার ফলে তিনি সবমসয় আপনাদের মাঝে আসতে পারেন না। আমাদের মাধ্যমে হাইমচরবাসীর খোঁজ-খবর সবসময় নিচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হাইমচরবাসীর কাছে সেবা পৌঁছে দিচ্ছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মানিক পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মানিক গাইনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাফর আহমেদ শেখ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শাহজান মিয়া, বাচ্ছু মিয়া খাঁন, প্রধান শিক্ষক আনিসুর রহমান।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।