হাইমচরে শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

হাইমচর ব্যুরো
হাইমচরে উপজেলা শিক্ষা অফিসার জুলেখা শারমিনের বদলিজনিত কারণে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ৭নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির সভাপতি শেখ আবু জাফরের সভাপতিত্বে ও শিক্ষক মামুন খাঁনের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার জুলেখা শারমিন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমার কর্মকালীন সময়ে আমি হাইমচরবাসীর সহযোগিতা পেয়েছি, যা ভুলে যাবার নয়। আমি শিক্ষকদের সার্ভিস বুকের কাজসহ সব কাজ করে দিয়েছি। কোন কাজই অবশিষ্ট নেই। হাইমচরবাসী আমাকে যে ভালবাসা দিয়েছে তা আমার কর্মের ফসল। আমি চেষ্টা করেছি শিক্ষার মানোন্নয়ন করার জন্য। শিক্ষার মানোন্নয়ন করতে গিয়ে হয়তো অনেক শিক্ষকের কাছে আমি অনেক কঠোর হয়েছি, আপনাদের মনে কষ্ট দিয়েছি। আপনারা আমার প্রতি কোন কষ্ট নিবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি সময়টুকু আমার কর্মস্থলে সবার সহযোগিতা নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে পারি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ, হাইমচর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, মোক্তার আহমেদ, নিশেষ নারায়ন মজুমদার, সীমা দেবনাথ, শিক্ষক মাও. ওসমান গনি সাবেরি, খুদিয়া বাজাপ্তী সপ্রাবির শিক্ষক খাদিজা বেগম প্রমুখ।
এসময় উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
০৯ সেপ্টেম্বর, ২০২১।