হাইমচরে শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাহেদ হোসেন দিপু
হাইমচরে আলগীবাজার খেলাঘর কর্তৃক আয়োজিত শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আলগী বাজার খেলাঘর প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, উপজেলা যুবলীগ সদস্য মো. ইসমাইল হোসেন, শফিক পাটওয়ারী। খেলায় অংশগ্রহণ করেন চরভৈরবী বোরতর সূর্যতরুণ একাদশ ও পল্লী বিদ্যুৎ স্পের্টিং ক্লাব। খেলায় ১-১ গোলে ড্র হয়।