হাইমচরে সরকারিভাবে ধান ক্রয়/সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলায় সরকারিভাবে আমন ও বোরো ধান ক্রয় সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী সভাপতিত্বে ধান সংগ্রহ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম। সভা পরিচালনা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. খোরশেদ আলম।
এ বছর ২৭ টাকা কেজি দরে সরকার ধান ক্রয় করবে। হাইমচর উপজেলা হতে প্রায় ৮৫ মেট্রিক টন ধান ক্রয় করবে খাদ্য অধিদপ্তর।

১১ মে, ২০২১।