হাইমচর ব্যুরো
তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সত্যের পক্ষে ও অন্যায়ের প্রতিবাদে হাইমচর উপজেলা সাংবাদিক ফোরাম কমিটি গঠন করা হয়। সভাপতি পদে দৈনিক চাঁদপুর বার্তার উপজেলা প্রতিনিধি মো. ফারুকুল ইসলামকে সভাপতি, ৭১ টেলিভিশনের উপজেলা সংবাদ সংগ্রাহক মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের উপজেলা প্রতিনিধি মো. সাহেদ হোসেন দিপুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ মে হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভায় মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও মো. ইসমাইলের পরিচালনায় হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি চ্যানেল এস’র উপজেলা প্রতিনিধি মো. শাহআলম মিজি, যুগ্ম-সম্পাদক দৈনিক চাঁদপুর বার্তার উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুরের উপজেলা প্রতিনিধি মো. শরিফ হোসেন, দপ্তর সম্পাদক চাঁদপুরজমিনের উপজেলা প্রতিনিধি মো. রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক হাসান আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক অনলাইন পোর্টাল ক্রাইমএকশনের উপজেলা প্রতিনিধি তাসলিমা জাহান, সম্মানিত সদস্য দৈনিক চাঁদপুর সংবাদের উপজেলা প্রতিনিধি মো. মহাসিন মিয়া ও অনলাইন পোর্টালের উপজেলা প্রতিনিধি জিএম শরিফ হোসেন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন চাঁদপুর রেলওয়ে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোফরান হোসেন।

