সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার লামচরি গ্রামের মরহুম সোনা মিয়া কবিরাজের সহধর্মিণী, সাংবাদিক আ. রহমান রিয়াদ হোসেনের মা সাফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১ ফেব্রুয়ারি মরহুমার বড় ছেলে জেলা যুবলীগ সদস্য আ. লতীফ কবিরাজ আকষ্মিক ইন্তেকাল করেন। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই চলে গেলেন মা সাফিয়া বেগম। তার মৃত্যু সংবাদে তার পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সাফিয়া বেগম গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইল্শেপাড়ের হাইমচর উপজেলা ব্যুরো ইনচার্জ আব্দুর রহমানের মা সাফিয়া বেগমের মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সহ-সম্পাদক মনির হোসেন, চীফ রিপোর্টার এস এম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খানসহ ইলশেপাড় পরিবার।

