হাইমচরে সাবেক আ.লীগ সভাপতি মোতালেব জমাদারের দাফন সম্পন্ন

জানাজায় কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে সম্পন্ন হয়েছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মরহুম মোতালেব জমাদারের জানাজা। জানাজা শেষে দাফনও সম্পন্ন হয়। জানাজায় দলীয় নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালেব জমাদার দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে চলে আসেন। দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। বাদ আসর হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শিক্ষামন্ত্রীর পক্ষে অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমানের পক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
এছাড়া হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।
জানাযায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো. জসিম উদ্দিন পাটওয়ারী, শেখ মো. মোতালেব, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক ভাইস চেয়ারম্যান ছায়েদ হোসেন বেপারী, হাইমচর উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আ. ছাত্তার গাজী, হাইমচর কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের পরীক্ষিত এই রাজনীতিবিদ ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত হাইমচর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হাইমচর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত হাইমচর উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৩ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের দুঃসময়ে নিবেদিতপ্রাণ এ নেতা নিজের সর্বস্ব ত্যাগ করেও হাইমচরে বিরামহীনভাবে আওয়ামী পরিবারের নেতৃত্ব দিয়েছেন। দলের একনিষ্ঠ ও কর্মীবান্ধব এ নেতা জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে। তাই জানাজায় উপস্থিত অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত তুলে মহান প্রভুর দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোতালেব জমাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় মরহুম মোতালেব জমাদারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মরহুম মোতালেব জমাদার হাইমচরে আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী ছিলেন।
হাইমচর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
মোতালেব জমাদারের মৃত্যুতে হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক আ. রহমান রিয়াদ। এছাড়া হাইমচর উপজেলা আওয়ামী লীগ পরিবারসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও গভীর শোক প্রকাশ করেছে।
২৯ নভেম্বর, ২০২০।