সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলা পরিষদের হলরুমে প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় উপজেলার ৪টি ইউনিয়নের ২৩ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
এর মধ্যে আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ আলম খাঁন ঘোড়া, হাবিবুর রহমান বেগ হোন্ডা, কুদ্দুছ ঢালী আনারস ও ইসলামী আন্দোলনের মাও. রুহুল আমিন হাতপাখা প্রতীক পান।
আলগী দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাউদ্দিন টিটু হাওলাদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল মাস্টার আনারস, সরদার নুরে আলম জিকু চশমা, ইসলামী আন্দোলনের হাফেজ মো. বেলাল হোসেন সবুজ হাতপাখা প্রতীক পান।
নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন সরদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী সাউদ আল নাসের আনারস, হাজি ইয়াছিন রতন ঘোড়া, ইসলামী আন্দোলনের মো. রায়হান উদ্দিন হাতপাখা ও জাতীয় পার্টির সুফিয়ান মাঝি লাঙ্গল প্রতীক পান।
হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার আলী সরকার নৌকা, স্বতন্ত্র প্রার্থী নাঈম সরকার ঘোড়া, আব্দুল হক মোল্লা আনারস, শাহিনুল ইসলাম শাহিন চশমা, ইসলামী আন্দোলনের রাজা মিয়া সরদার হাতপাখা ও জাতীয় পার্টির খোরশেদ আলম লাঙ্গল প্রতীক পান।
এছাড়া সংরক্ষিত ৩৪ জন ও সাধারণ সদস্য ১১৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দকালে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, নির্বাচনের আচারণবিধি সব প্রার্থীকে মেনে চলতে হবে। আপনারা ভাল থাকলেই আমরা ভাল থাকবো। আমরা চাই উৎসবমুখর পরিবেশে হাসি-খুশিভাবে নির্বাচন সম্পন্ন করতে। আগামি ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা এমন কোন আচরণ করবেন না, যাতে আমাদের কঠোর হতে হয়।
২১ ডিসেম্বর, ২০২১।