হাইমচরে ২ ইউপিতে নৌকার মাঝি টিটু ও জুলফিকার

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত দু’টি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহাউদ্দিন টিটু হাওলাদার, হাইমচর ইউনিয়ন পরিষদে জুলফিকার আলী সরকার।
চতুর্থ ধাপে আগামি ২৬ ডিসেম্বর হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন ও হাইমচর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৪ নভেম্বর, ২০২১।