হাইমচরে ৪র্থ ও ৫ম ধাপের ৪ ইউপির ভোটগ্রহণ ৫ জানুয়ারি

যাচাই-বাছাইয়ে ২ ইউপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ

সাহেদ হোসেন দিপু
হাইমচরে ৪র্থ ও ৫ম ধাপের তফসিলকৃত ৪ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। হাইমচর ও আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন।
জানা যায়, ঘোষণাকৃত ৪র্থ ধাপে তফসিলে হাইমচরের আলগী দুর্গাপুর দক্ষিণ ও হাইমচর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ হয়েছিল। এরই মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন ২৫ নভেম্বর। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে দাখিলকৃত সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২৭ নভেম্বর ঘোষণাকৃত ৫ম ধাপের তফসিলে হাইমচরের আরও ২টি ইউনিয়ন আলগী দুর্গাপুর উত্তর ও নীলকমল ইউনিয়নের নির্বাচনের তারিখ ৫ জানুয়ারি ঘোষণা করা হয়। হাইমচরের ৪র্থ ও ৫ম ধাপের ঘোষণাকৃত ৪ ইউনিয়নের নির্বাচন একসাথে ভোটগ্রহণ করার লক্ষ্যে ২৬ ডিসেম্বরের পরিবর্তে ৫ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৫ম ধাপে ঘোষণাকৃত তফসিলে আলগী দুর্গাপুর উত্তর ও নীলকমল ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৯ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের সময় ১৫ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন জানান, আলগী দুর্গাপুর, হাইমচর, উত্তর আলগী ইউনিয়ন ও নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচন একসাথে করার লক্ষ্যে ৪র্থ ধাপের তফসিলকৃত ২ ইউনিয়নের নির্বাচন ৫ম ধাপের তফসিলের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ২৯ নভেম্বর হাইমচরের সব প্রার্থীদের বৈধ মনোনয়নপত্র তালিকা জেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে।

৩০ নভেম্বর, ২০২১।