সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ রেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাইমচর থানার ৫ পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ উপজেলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে হাইমচরে সোমবার (১৫ জুন) পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার হাইমচরে ১৭টি করোনার স্যাম্পল টেস্টের মধ্যে ৮টি রিপোর্ট পজেটিভ এসেছে। করোনায় পজেটিভ ব্যক্তিরা হলেন- হাইমচর থানার ২ জন এএসআই ও ৩ জন কনস্টেবল, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, আলগী দক্ষিণ ইউনিয়নের কালাচকিদার মোড় এলাকার ১ জন ও তেলির মোড় এলাকায় একজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান, সোমবার নতুন করে হাইমচর থানার ৫ পুলিশ সদস্য ও হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ হাইমচরে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সোমবার পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
১৫ জুন, ২০২০।