হাইমচরে ৭ জেলেকে ১ বছর করে সাজা

সাহেদ হোসেন দিপু
হাইমচরের মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ৭ জনকে ১ বছর করে সাজা প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। ১ জেলে নাবালক হওয়ায় তাকে ৫শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের অভিযানে মেঘনায় ইলিশ নিধনকালে ৮ জেলেকে আটক ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- আলগী উত্তর ইউনিয়নের নয়ানী গ্রামের ওয়ায়েজ উদ্দিন পাটওয়ারীর ছেলে মনির পাটওয়ারী (২৯), মৃত হাছান রাঢ়ীর ছেলে কালু রাঢ়ী (৩৫), সেকান্দর মাতবরের ছেলে শরিফ (২০), মৃত আফির উদ্দিন তালুকদারের ছেলে নজরুল ইসলাম (৩৯), শহিদুল্লা হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (৩০), আবুল কাশেম কাজির ছেলে ইব্রাহীম (২৫), মনির হোসেন (৩৩) ও নোয়াব আলী মোল্লার ছেলে রাববী (১৪)।
আটক ৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে সাজা প্রদান ও ১ জনকে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়। সাজাপ্রাপ্তদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১৯ অক্টোবর, ২০২০।