হাইমচর উপজেলা চেয়ারম্যানসহ ৯ জন করোনা আক্রান্ত

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ নতুন করে ৯ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাইমচরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী তার করোনা পজেটিভের বিষয়টি তুলে ধরে বলেন, আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। আমি আপনাদের সেবা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আবার আপনাদের দোয়ায় মহান আল্লাহপাক আমাকে পুনরায় সুস্থ করে তুলবেন। আমি বুকে সাহস রেখেছি, আপনারাও ভয় পাবেন না। আপনাদের পাশে ছিলাম, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাইমচরে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় পজেটিভ হওয়া ব্যক্তিরা হলেন- হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তার ভাই সৈয়দ আহমেদ পাটওয়ারী, হাইমচর থানার ওসি জহিরুল ইসলাম খানের স্ত্রী ও তার মেয়ে, ১ জন এএসআই, ২ জন কনস্টেবল, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্টাফ এবং ১জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
এ পর্যন্ত হাইমচরে ২৪ জন করোনা পজেটিভ রোগীদের মধ্যে ২য় বার নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা নেগেটিভ এসেছে। হাইমচর উপজেলায় ২০ জন করোনা আক্রান্ত রোগীর বাড়ি বর্তমানে লকডাউনে রয়েছে বলে জানা গেছে।
হাইমচরে ক্রমে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। দিন যতোই যাচ্ছে ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে হাইমচর উপজেলা। আতংক বিরাজ করলেও কিন্তু সচেতনতা লক্ষ্য করা যায়নি মানুষজনের মাঝে। যে যার মতো করে চলছে, হাটে-বাজারে লোকজনের সমাগম রয়েছে প্রচুর। যার ফলে সামনের দিনগুলোতে হাইমচরে করোনা রোগী ব্যাপকহারে বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

১৩ জুন, ২০২০।