তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি…….শেখ ফরিদ আহমেদ মানিক
সাহেদ হোসেন দিপু
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতি ফেরাতে ও দলকে শক্তিশালী করার লক্ষে হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আমিন উল্যাহ বেপারীকে সভাপতি ও মো. মাজহারুল ইসলাম (শফিক) কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন নিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সু-সংগঠিত করতেই হঠাৎ করে দ্বি-বার্ষিক সম্মেলন করা হচ্ছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, নিশিরাতে গায়েবী ভোটে ক্ষমতায় এসেছেন। এভাবেই বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। অচিরেই গণঅভূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সলিম, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী ও মো. খলিলুর রহমান গাজী।
আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে এম মহিববুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলি ঢালি, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাঈল হোসেন গাজি, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বাচ্চু, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুর রহমান মোল্লা, চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, ছাত্রদলের আহ্বায়ক মো. ফয়সাল আখন, সদস্য সচিব মো. মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সবুজ হোসাইন, সদস্য সচিব মো. আহসান হাবিবসহ জেলা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৫ অক্টোবর, ২০২১।