সাহেদ হোসেন দিপু
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে অভিযানের দ্বাদশতম দিনে মাছ নিধনের প্রস্তুতি কালে হাইমচর কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ২ লাখ ১০ হাজার মিটার কারেন্টজাল ও ২০ কেজি মাছ জব্দ করেন। হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হরিণা এলাকা থেকে এ জাল ও মাছ জব্দ করে হাইমচরের কোস্টগার্ড। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলাম জানান, প্রতিদিনের মত আজও সকাল ৯টা থেকে মেঘনায় অভিযান অব্যাহত রাখি। হরিণা এলাকার কাছাকাছি গেলে কিছুসংখ্যক অসাধু জেলে আমাদের দেখে জাল রেখে পালিয়ে যায়। আমরা জালগুলো জব্দ করে আমাদের জেটিতে নিয়ে এসেছি। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দেয়া হবে। ২০ কেজি মাছ ও জব্দ করেছি তা স্থানীয় কিছু এতিমখানায় বিতরণ করি।